Sesex | সোমবার সকালে বাজার খুলতেই সর্বকালের সেরা সূচক ছুঁয়ে ফেললো সেনসেক্স
Monday, July 29 2024, 5:54 am
Key Highlights
নয়া রেকর্ড গড়লো সেনসেক্স। সোমবার সকালে বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই সর্বকালের সেরা সূচক ছুঁয়ে ফেলেছে সেনসেক্স।
নয়া রেকর্ড গড়লো সেনসেক্স। সোমবার সকালে বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই সর্বকালের সেরা সূচক ছুঁয়ে ফেলেছে সেনসেক্স। সকাল থেকে উর্ধ্বমুখী নিফটিও। তবে বেলা খানিকটা গড়াতে সামান্য নেমে এসেছে সূচক। অন্যদিকে, বিশ্বের একাধিক দেশেই সোমবার উর্ধ্বমুখী ছিল শেয়ার বাজার। উল্লেখ্য, গত শুক্রবার বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়ে ১৩০০ পয়েন্ট বেড়েছিল সেনসেক্স। একইভাবে ৪০০ পয়েন্টের বেশি বেড়েছিল নিফটিও।
- Related topics -
- অর্থনৈতিক
- অর্থনীতি
- শেয়ার বাজার