SAFF Athletics | জঙ্গি হামলার জের, ফের পিছোলো SAFF অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ!
Thursday, April 24 2025, 4:15 pm
Key Highlightsপিছিয়ে গেল সিনিয়র সাউথ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ বা SAFF অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ।
এই নিয়ে দ্বিতীয়বার পিছিয়ে গেল সিনিয়র সাউথ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ বা SAFF। ২০২৪ সালের অক্টোবরে প্রথমবার পেছনো হয়েছিল এই চ্যাম্পিয়নশিপ। চলতি বছরের মে মাসে রাঁচিতে আয়োজিত হওয়ার কথা ছিল চ্যাম্পিয়নশিপ। সেটিও বাতিল করা হয়েছে। উল্লেখ্য, SAFFএ অংশগ্রহণের কথা রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, মালদ্বীপের অ্যাথলিটদের। এদিকে পাকিস্তানিদের ভিসা বন্ধ করেছে ভারত। ফলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না পাকিস্তানের ৪৩ জন অ্যাথলিট। সম্ভবত এজন্যেই পিছিয়েছে চ্যাম্পিয়নশিপ।

