2nd Hoogly Bridge । ডিসেম্বরের শহরে প্রথমদিনই বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, যাওয়া আসা করবেন কোন পথে?

Sunday, December 1 2024, 5:23 am
highlightKey Highlights

১লা ডিসেম্বর, রোববার উরস উৎসব উপলক্ষ্যে দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকবে। রবিবার সন্ধে ৬টা থেকে সোমবার সকাল ৬টা অবধি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে, জানিয়েছেন কতৃপক্ষ।


১লা ডিসেম্বর, রোববার উরস উৎসব উপলক্ষ্যে দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকবে। রবিবার সন্ধে ৬টা থেকে সোমবার সকাল ৬টা অবধি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে, জানিয়েছেন কতৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন সেন্ট জর্জ গেট রোড ধরে দক্ষিণে যাওয়ার রাস্তা এবং খিদিরপুর রোড ধরে হেস্টিংস ক্রসিংয়ের দিকে যাওয়ার রাস্তা বন্ধ থাকবে। যান চলাচল বন্ধ থাকলেও উৎসবে অংশ নেওয়ার জন্য পায়ে হেঁটে ওই রাস্তাগুলো ব্যবহার করা যাবে। রাস্তায় মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File