SSC Recruitment | গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের, কবে থেকে শুরু আবেদন?

রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।
এবার রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদের নিয়োগ প্রক্রিয়া শুরু করছে স্কুল সার্ভিস কমিশন। কমিশন জানিয়েছে, গ্রুপ সি পদে ২,৯৮৯টি এবং গ্রুপ ডিতে ৫,৪৮৮টি পদে নিয়োগ করা হবে। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কমিশনের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে। আগামী ৩১ আগস্ট কমিশনের ওয়েবসাইটে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনকে আগামী ৭ দিনের মধ্যে ‘অযোগ্য’দের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।