Toilet Seat Tax । আর্থিক সঙ্কট মোকাবিলা করতে 'টয়লেট সিট ট্যাক্স'! বিড়ম্বনায় হিমাচল প্রদেশের বাসিন্দারা

Friday, October 4 2024, 1:06 pm
highlightKey Highlights

আর্থিক সঙ্কটে পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশ। সেই পরিস্থিতি থেকে ধরে দাঁড়াতে এবার বাসিন্দাদের থেকে নেওয়া হবে 'টয়লেট সিট ট্যাক্স'!


আর্থিক সঙ্কটে পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশ। সেই পরিস্থিতি থেকে ধরে দাঁড়াতে এবার বাসিন্দাদের থেকে নেওয়া হবে 'টয়লেট সিট ট্যাক্স'! নিকাশি ব্যবস্থা এবং জলের বিল সংক্রান্ত বিষয়ে সরকারের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে লেখা, শহরাঞ্চলের বাসিন্দাদের বাড়িতে যতগুলি টয়লেট সিট রয়েছে, তাঁর উপর ভিত্তি করে প্রত্যেক টয়লেট সিটের জন্য ২৫ টাকা করে ফি দিতে হবে। এদিকে নিকাশি বিলের পাশাপাশি এই অতিরিক্ত ফি জল শক্তি দফতরের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File