RBI | ২০২৫ এর শুরুতেই একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া
২০২৫-এ, রিজার্ভ ব্যাঙ্ক দুই বছরের বেশি নিষ্ক্রিয় ও KYC আপডেটবিহীন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করবে প্রতারণা রোধে।
নতুন সাল ২০২৫ এর শুরুতেই বড় পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার। আরবিআই জানিয়েছে, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। মোট তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকউন্ট বন্ধ করে দেওয়া হবে। দেশ জুড়ে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কে লক্ষাধিক অ্যাকাউন্ট রয়েছে, যা নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে। মূলত এই ধরনের অ্যাকাউন্টগুলিই বন্ধ করে দেওয়া হবে। নির্দেশিকা অনুযায়ী, দুই বা তার বেশি বছর ধরে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি লেনদেন না হয়, তবে তা নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বলেই গণ্য করা হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- আরবিআই
- রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া
- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া