WB School Dropout Report । বাংলায় স্কুলছুট শূন্য, বললো কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রক
কেন্দ্রের তৈরি রিপোর্টে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তরে গত এক বছরে স্কুলছুট হয়নি কোনও পড়ুয়া।
সম্প্রতি কেন্দ্র সরকারের শিক্ষামন্ত্রক দেশের স্কুলছুট নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে গত ১ বছরে বিহারে সবথেকে বেশি পড়ুয়া স্কুলছুট হয়েছে, প্রায় ৮.৯ শতাংশ। রাজস্থানে সংখ্যাটা ৭.৬শতাংশ। তালিকায় দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত গত ১ বছরে স্কুলছুট হয়নি কোনও পড়ুয়া। মুখ্যমন্ত্রীর একগুচ্ছ প্রকল্পই এর জন্যে দায়ী বলে মনে করা হচ্ছে। স্বাক্ষরতার হার পশ্চিমবঙ্গে বেশি , এই দাবি স্বীকার করেছে রাজ্য।