Hospital Registration Fee | হাসপাতালের রেজিস্ট্রেশন ফি রোগীর কাছ থেকে নেওয়া যাবে একবারই, নির্দেশ পশ্চিমবঙ্গ সরকারের

Thursday, November 7 2024, 9:57 am
highlightKey Highlights

হাসপাতালের রেজিস্ট্রেশন ফি নিয়ে নিয়ম বদল করলো পশ্চিমবঙ্গ সরকার।


হাসপাতালের রেজিস্ট্রেশন ফি নিয়ে নিয়ম বদল করলো পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের পক্ষ থেকে জানানো হয়, কোনও মেয়াদ রাখা যাবে না এই রেজিস্ট্রেশন ফির। একবারই তা নেওয়া যাবে রোগীর কাছ থেকে। রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের বক্তব্য, ‘‘হিসেব করে আমরা দেখেছি রেজিস্ট্রেশন চার্জ একবারই নেওয়া যাবে। ছ’মাস বাদে আর নেওয়া যাবে না।’’ প্রসঙ্গত, অনেক হাসপাতাল রেজিস্ট্রেশন চার্জকে ‘লাইফটাইম’ বলে উল্লেখ করলেও কার্যক্ষেত্রে তা হচ্ছে না। তারপর রোগীকে আবার টাকা দিতে হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File