Primary Teachers Recruitment | থমকে নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি পর্ষদের !

বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ সংক্রান্ত সংরক্ষণের তালিকা প্রস্তুত করা সম্ভব হচ্ছে না।
বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। পর্ষদের দাবি, ওবিসি শংসাপত্র বাতিল মামলা এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। ফলে পরীক্ষা নিয়েও যোগ্য শিক্ষক পদপ্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্য বিজ্ঞপ্তি জারি করতে পারছে না পর্ষদ। উল্লেখ্য, গত তিন বছরে দু’বার টেট পরীক্ষা নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই পরীক্ষার রেজাল্ট বেরোয়নি। হয়নি ইন্টারভিউও। ২০২২ সালে টেট উত্তীর্ণ হয়েছিলেন দেড় লক্ষের কিছু বেশি পরীক্ষার্থী। প্রকাশিত হয়েছিল ২০২৩র ১০ ফেব্রুয়ারি। তবে এখনো নিয়োগ হয়নি।