Indian Space Station | মহাকাশে ঘাঁটি গাড়তে চলেছে ভারত, তৈরী ব্লু প্রিন্ট, টার্গেট ২০২৮
Thursday, July 10 2025, 2:46 am

দক্ষিণবঙ্গের অন্য জেলা এবং ও উত্তরবঙ্গের মানুষ মোটামুটি একই সময়ে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র দেখতে পাবেন।
আজ ১০ তারিখ, বৃহস্পতিবার খালি চোখেই ধরা দেবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র। আজ ভোর তিনটে বাইশ, চারটে আটান্ন এবং সন্ধে সাতটা উনষাটে দক্ষিণবঙ্গের অন্য জেলা এবং ও উত্তরবঙ্গের মানুষ মোটামুটি একই সময়ে শুভাংশু শুক্লার বর্তমার বাসভূমিকে দেখতে পাবেন। এদিকে মহাকাশে ভারতের নিজস্ব স্পেস স্টেশন তৈরী হতে চলেছে। বেস সেন্টার, কোর সেন্টার, সায়েন্স ল্যাব, কমন ওয়ার্কিং মডিউল এবং রিসোর্স সেন্টার, এই ৫টি মডিউল নিয়ে তৈরি হবে ভারতের মহাকাশ কেন্দ্র। তৈরী ৫টি মডিউল এবং ৪ জোড়া সোলার প্যানেলের নকশাও।
- Related topics -
- দেশ
- মহাকাশচারী
- মহাকাশ
- মহাকাশযান
- নরেন্দ্র মোদি
- স্পেস ম্যানেজমেন্ট টুল
- স্পেসএক্স
- শুভাংশু শুক্লা
- ভারত
- বিজ্ঞান ও প্রযুক্তি