Bula Chowdhury | চুরির ৪৮ ঘণ্টার মধ্যেই বুলা চৌধুরীর ‘পদ্মশ্রী’ উদ্ধার পুলিশের!

৪৮ ঘণ্টার মধ্যেই সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া ‘পদ্মশ্রী’ পদক উদ্ধার করল পুলিশ।৪৮ ঘণ্টার মধ্যেই সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া ‘পদ্মশ্রী’ পদক উদ্ধার করল পুলিশ।
শুক্রবার সকালে প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমোটরের দেবাইপুকুরের বাড়িতে চুরি হয়। চোরেরা বুলা চৌধুরীর জেতা মেডেল, স্মারক বাথরুমের কল, ঠাকুরের জিনিসপত্র, লক্ষ্মীর ভাঁড়ও নিয়ে পালায়। শুক্রবার সকালে সিআইডি আধিকারিক এবং ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা ওই বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেন। চুরির ৪৮ ঘণ্টার মধ্যেই ‘পদ্মশ্রী’ উদ্ধার করল পুলিশ। শনিবার রাতভর অভিযান চালিয়ে তদন্তকারীরা খোয়া যাওয়া প্রায় সমস্ত জিনিস উদ্ধার করেছেন। সূত্রের খবর, এক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেই চুরি যাওয়া জিনিসের হদিশ মিলেছে।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- সাঁতারু
- চুরি
- পদ্মশ্রী
- উদ্ধারকার্য
- পুলিশ প্রশাসন