NASA | পৃথিবী থেকে ১২০ আলোকবর্ষ দূরে অবস্থিত K2-18b গ্রহে থাকতে পারে বৃহদাকার মহাসাগর-হাইড্রোজেন! নতুন গ্রহ আবিষ্কার করলো NASA!

Friday, July 5 2024, 7:51 am
highlightKey Highlights

পৃথিবীর বিকল্প গ্রহ বললে ভুল হবে না। সম্প্রতি NASA এমনই K2-18b নামের এক গ্রহের সন্ধান করলো।


পৃথিবীর বিকল্প গ্রহ বললে ভুল হবে না। সম্প্রতি NASA এমনই  K2-18b নামের এক গ্রহের সন্ধান করলো। ওই গ্রহে কার্বণ সম্বলিত অণুর খোঁজ পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, ওই গ্রহে এমন কিছু গ্যাসের খোঁজ মিলেছে, যা পৃথিবীতে ফাইটোপ্ল্যাঙ্কটন থেকেই উৎপন্ন হয়। K2-18 b পৃথিবী থেকে ১২০ আলোকবর্ষ দূরে, লিও নক্ষত্রপুঞ্জের মধ্যে অবস্থান করে। বিজ্ঞানীদের অনুমান, ওই গ্রহে বৃহদাকার মহাসাগর থাকতে পারে, তার বায়ুমণ্ডল হাইড্রোজেন সমৃদ্ধ হতে পারে। ফলে ওই গ্রহকে ঘিরে আগ্রহ বাড়ছে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File