Kazakhstan | ১০০ জন যাত্রী নিয়ে ভেঙে পড়লো বিমান! বড়দিনের আবহে কাজ়াখস্তানে বড় বিমান দুর্ঘটনা
Wednesday, December 25 2024, 9:15 am
Key Highlightsপ্রবল কুয়াশার কারণে আকতাউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল ওই উড়ানটি।
বড়দিনের আবহে ভয়াবহ বিমান দুর্ঘটনা! কাজ়াখস্তানে আকতাউ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান। সূত্রের খবর, ওই বিমানটিতে ১০০ জন যাত্রী ছিলেন। যার মধ্যে ৬৭ জন যাত্রী এবং ৫ জন বিমানকর্মী ছিলেন। দুর্ঘটনায় ১২ জন বেঁচে গিয়েছেন বলে খবর। প্রবল কুয়াশার কারণে আকতাউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল ওই উড়ানটি। এমনকি আজ়ারবাইজ়ান এয়ারলাইন্সের বিমানটি ভেঙে পড়ার আগে বেশ কয়েকবার চক্কর কেটেছিল বিমানবন্দরের আকাশে। আপৎকালীন অবতরণের জন্য আবেদনও করা হয়েছিল উড়ানটির তরফে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বিমান
- বিমান দুর্ঘটনা

