Tanmoy Bhattacharya । এ যেন সাসপেনশন সাসপেনশন খেলা ! সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যেকে ফের ৬ মাসের জন্যে সাসপেন্ড করলো দল

Friday, December 20 2024, 4:29 am
highlightKey Highlights

মহিলা সাংবাদিকের শ্লীলতাহানি কাণ্ডে সাসপেন্ড হয়েছিলেন তন্ময় ভট্টাচার্য।সেই সাসপেনশন প্রত্যাহার করা হয়। তবে এবার ফের সেই ঘটনায় ৬ মাসের জন্যে সাসপেন্ড করা হবে তাকে।


মহিলা সাংবাদিকের শ্লীলতাহানি কাণ্ডে সিপিএমের উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য এবং নেতা তন্ময় ভট্টাচার্য সাসপেন্ড হয়েছিলেন। গত ১৪ ডিসেম্বর তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে তন্ময়ের সাসপেনশন প্রত্যাহার করা হয়। তবে আবার সাসপেনশনের পথে হাঁটছে সিপিআইএম। তদন্ত কমিটি জানিয়েছে, সাংবাদিক হেনস্থার কোনো অকাট্য প্রমান না পেলেও তন্ময়ের নাকি এই ধরনের 'প্রবণতা' আছে। তাই অশালীন এবং অভব্য আচরণের অভিযোগে তন্ময়কে ৬ মাসের জন্যে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে দল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File