Operation Sindoor | 'অপারেশন সিঁদুর'এ শায়েস্তা হয়নি পাকিস্তান, নিয়ন্ত্রণরেখায় চলছে গোলাগুলি বর্ষণ,শহীদ ১ জওয়ান

মঙ্গলবার মধ্য রাতে, ‘অপারেশন সিঁদুর’ অভিযান চলার পরে নিয়ন্ত্রণ রেখায় গুলি চালিয়েছিল পাকিস্তানের সেনা। ওই অভিযানের পরের দিনেও গুলি চালানো হচ্ছে।
বুধবার ভোরে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জৈশ ই মহম্মদ, লস্কর ই তৈবা এবং হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনগুলির নয়টি শিবির গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। সূত্রের খবর, এ দিন জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার কারনা এলাকায় সাধারণ নাগরিকদের লক্ষ্য করে গুলি বর্ষণ করতে শুরু করেছে পাকিস্তানের সেনা। পাল্টা জবাব দিচ্ছে ভারতও। সেনা সূত্ৰে খবর, পাকিস্তান সেনার ছোড়া গুলিতে শহীদ হয়েছেন দীনেশ কুমার নামে এক সেনা জওয়ান।