RSV Virus । রাজ্যে বাড়ছে RSV ভাইরাসের প্রকোপ! আক্রান্ত হচ্ছে শিশুরা
Monday, November 4 2024, 10:37 am
Key HighlightsRSV ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৫০টিরও বেশি শিশু ভর্তি হাসপাতালে।
এই মুহূর্তে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে হু হু করে বাড়ছে RSV ভাইরাসে আক্রান্তের সংখ্যা। প্রধানত একবছরের কম বয়সী শিশুরাই আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে। এই ভাইরাসঘটিত রোগের উপসর্গ হলো জ্বর এবং অস্বাভাবিক পরিমানে কাশি। ইতিমধ্যেই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৫০টিরও বেশি শিশু ভর্তি হয়েছে হাসপাতালে। যেহেতু এই ভাইরাসের কোনো ওষুধ নেই, তাই রোগ নিয়ে উদ্বেগ বাড়ছে চিকিৎসক মহল সহ রোগীর পরিবার পরিজনের মধ্যে।

