Uttarpara । পরিত্যক্ত হাসপাতাল না সমাজবিরোধীদের আখড়া? প্রশ্নের মুখে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল
হুগলি জেলার অন্তর্গত উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের পুরনো বহির্বিভাগ এখন সমাজবিরোধীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। সেখানে দিনে রাতে মদ্যপান করা থেকে শুরু করে গাঁজার নেশা করতে দেখা যায় সমাজবিরোধীদের।
হুগলির উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের পুরনো বহির্বিভাগ অনেকদিন ধরেই পরিত্যক্ত। চুরি হয়ে গিয়েছে হাসপাতালের দরজা, জানালা, আসবাবপত্র। এ অবস্থায় এলাকার স্থানীয়রা অভিযোগ করছেন, যত দিন যাচ্ছে এটা সমাজবিরোধী এবং নেশাখোরদের ‘প্রিয়’ জায়গা উঠেছে। রাতে তো বটেই, দিনের বেলায়ও সেখানে খোলাখুলি মদ্যপান চলছে, বসছে গাঁজার আসর। তাঁদের কাছে নাকি অস্ত্রও থাকে। এ অবস্থায় বাসিন্দাদেরের সুরক্ষা নিয়ে চিন্তিত তাঁরা। বিষয়টি নিয়ে পুলিশকে লিখিত অভিযোগ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপাড়া কতৃপক্ষ।
- Related topics -
- রাজ্য
- উত্তরপাড়া
- শহর কলকাতা
- হুগলি
- মেডিক্যাল কলেজ হাসপাতাল