Illegal Immigrants America | মার্কিন মুলুকে ‘বেআইনি’ অভিবাসীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১৯ এ! শনিবার ভারতে ফিরছেন তাঁরা

Saturday, February 15 2025, 6:16 am
highlightKey Highlights

দ্বিতীয় দফায় ফের ‘বেআইনি’ অভিবাসী ফেরত পাঠাচ্ছে আমেরিকা। শনিবার রাতে ভারত পৌঁছবেন ১১৯ ভারতীয় অভিবাসী।


দুদিনের আমেরিকা সফরে ট্রাম্পের সাথে বেআইনি অভিবাসন ইস্যুতে কয়েক দফা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় অভিবাসীদের আমেরিকা ফেরত পাঠালে তাঁদের ফিরিয়ে নেবে ভারত, জানিয়েছেন নমো। সূত্রের খবর, শনিবার দ্বিতীয় দফার বেআইনি অভিবাসী প্রত্যার্পণ হবে। রাত ১০ থেকে ১১টার মধ্যে অমৃতসরে নামবে বিমানটি। এবারের ফিরছেন পাঞ্জাবের ৬৭ জন, হরিয়ানার ৩৩ জন, গুজরাটের ৮ জন, উত্তরপ্রদেশের ৩ জন, ২ জন মহারাষ্ট্রের, ২ জন রাজস্থানের, গোয়া ও হিমাচল প্রদেশ এবং কাশ্মীরের থেকে ১জন করে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File