রাজ্য

Digha Jagannath temple | এবার রথযাত্রায় হইহই ব্যাপার দিঘাতেও, জোরকদমে শুরু রথের প্রস্তুতি

Digha Jagannath temple | এবার রথযাত্রায় হইহই ব্যাপার দিঘাতেও, জোরকদমে শুরু রথের প্রস্তুতি
Key Highlights

দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির ঘিরেও এবার ভক্তদের ঢল নামার অপেক্ষা। শোনা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এবার দিঘার মন্দির রথের সূচনা হবে।

এবছর ২৭ জুন রথযাত্রা উৎসব। এতদিন রথযাত্রা মানেই ছিল পুরীর রথ এবং ভক্তের সারি। এবার একই দৃশ্যপট বাংলার সৈকতে। দিঘার নবমির্মিত জগন্নাথ মন্দিরে তুঙ্গে প্রস্তুতি। মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, রথযাত্রার ১৫ দিন আগে থেকেই শুরু হয়ে যাবে আচার পালন। ১২ জুন (বৃহস্পতিবার) স্নানযাত্রা হবে। দু’সপ্তাহ পর ২৬ জুন জগন্নাথদেবের নবযৌবন ও নেত্র উৎসব। মাঝের এই ১৫ দিন জগন্নাথ দর্শন বন্ধ। ২৭ জুন (শুক্রবার) আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়ায় হবে রথযাত্রা। দিঘা থানার পাশে এক প্রাচীন মন্দিরে মাসির বাড়ি যাবেন জগন্নাথ।