Bangladesh | জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বসলো ইউনুস সরকার, বদলাবে বাংলাদেশের ভাগ্য ?

পূর্ব নির্ধারিত সময়সূচি মেনে এদিন বিকেল ৩টে থেকে ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে শুরু হয় ইউনুস সরকারের জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক।
আজ থেকে বাংলাদেশে শুরু হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। পূর্ব নির্ধারিত সময়সূচি মেনে এদিন বিকেল ৩টে থেকে ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে শুরু হয় ইউনুস সরকারের এই বৈঠক। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, এই আলোচনা সভায় প্রায় ২৬টি রাজনৈতিক দল এবং প্রায় ১০০ জন নেতা অংশগ্রহণ করছেন। মাঝে নমাজ পড়ার জন্যে কিছুক্ষনের বিরতি দেওয়া হয়েছিল। তখনই ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানান, ইউনুস সরকার মনে করছে আজ থেকেই তাঁদের দ্বিতীয় অধ্যায় শুরু হলো।