Samvidhaan Hatya Diwas । ২৫ জুন 'দেশজুড়ে জরুরি অবস্থা' চালু করার দিনকে ‘সংবিধান হত্যা দিবস’ হিসেবে পালন করার ঘোষণা মোদি সরকারের!
Friday, July 12 2024, 2:12 pm
Key Highlights
২৫ জুন দিনটিকে সংবিধান হত্যা দিবস উপলক্ষে পালন করার ঘোষণা করল মোদি সরকার।
২৫ জুন দিনটিকে সংবিধান হত্যা দিবস উপলক্ষে পালন করার ঘোষণা করল মোদি সরকার। ২৫ জুন ১৯৭৫ সালে দেশজুড়ে জরুরি অবস্থার কথা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। অতীতের সেই কালো অধ্যায় তুলে ধরে বার বার সরব হয়েছে বিজেপি। এই প্রসঙ্গে অমিত শাহ লেখেন, ‘১৯৭৫ সালের ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করেন। লক্ষ লক্ষ মানুষকে বিনা কারণে কারাগারে ঢোকানো হয় এবং সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়।’
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- দেশ
- ভারত
- নরেন্দ্র মোদি
- ইন্দিরা গান্ধী
- অমিত শাহ