Artificial Intelligence | এবার ক্লাস 'থ্রি' থেকেই দেওয়া হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI-র) পাঠ, উদ্যোগী শিক্ষামন্ত্রক

Sunday, October 12 2025, 6:48 am
highlightKey Highlights

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়েছে আগামী শিক্ষাবর্ষ (২০২৬-’২৭) থেকে তৃতীয় শ্রেণিতেই শুরু হয়ে যাবে এআই-এর পঠনপাঠন।


বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার দাপট বাড়ছে। নীতি আয়োগের দাবি, AIর দৌলতে আগামী পাঁচ বছরে দেশে নতুন অন্তত ৪০ লাখ কর্মসংস্থান হতে চলেছে। এআই নির্ভর ভবিষ্যতের জন্য দেশের যুবসমাজকে তৈরি করতে নয়া উদ্যোগ নিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। সূত্রের খবর, আগামী শিক্ষাবর্ষ (২০২৬-’২৭) থেকেই তৃতীয় শ্রেণি থেকেই শুরু হয়ে যাবে এআই এর পঠনপাঠন। একেবারে বুনিয়াদি স্তর থেকে পড়ুয়াদের তৈরি করতে চাইছে কেন্দ্র সরকার। পড়ুয়াদের সুশিক্ষা দিতে এআই পদ্ধতির সঙ্গে শিক্ষকদের মানিয়ে নেওয়ার কাজ শুরু করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File