Malda । মালদহে তৃণমূল নেতা খুনে অভিযুক্তের খোঁজে লাখ টাকা পুরস্কার ঘোষণা পুলিশের
Sunday, January 5 2025, 5:43 am
Key Highlights
মালদহের দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার খুনে আরও দুই অভিযুক্তের হদিশ পেতে এবার পুরস্কার ঘোষণা করল মালদহ জেলা পুলিশ।
মালদহের দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার খুনে অভিযুক্তদের হদিশ পেতে ২ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করল মালদহ জেলা পুলিশ।ইংলিশবাজারের রেলওয়ে ব্যারাক কলোনির বাসিন্দা কৃষ্ণা রজক ওরফে রোহন ও মহানন্দাপল্লির বাসিন্দা বাবলু যাদবের খোঁজেই এই পুরস্কার গোষণা পুলিশের। দুলাল সরকার খুনে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, এখনও অধরা এই দুই অভিযুক্ত। তাদের খোঁজেই চলছে তল্লাশি অভিযান। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ১০:৩০ নাগাদ বাড়ির কাছেই দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় তৃণমূল নেতা দুলাল সরকারের।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মালদহ
- তৃণমূল কর্মী
- খুন
- পুলিশ
- রাজ্য পুলিশ