Baba Siddique | অবশেষে পুলিশের জালে বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত! নেপাল পালানোর চেষ্টা করছিলো অভিযুক্ত
Monday, November 11 2024, 6:12 am

১২ অক্টোবর মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকিকে গুলিতে ঝাঁজরা করে খুন করে আততায়ীরা।
১২ অক্টোবর মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকিকে গুলিতে ঝাঁজরা করে খুন করে আততায়ীরা। এই খুনের দায় স্বীকার করে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। এরপর অবশেষে পুলিশের হাতে ধরা পড়লো বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে অভিযুক্ত মূল শুটার। গ্রেপ্তার করা হয়েছে শিবার একাধিক সহযোগীকেও। রবিবার মুম্বই ক্রাইম ব্রাঞ্চ ও এসটিএফের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে শিবা নামের ওই হত্যাকারীকে। পুলিশ সূত্রে খবর, নেপাল পালানোর চেষ্টা করছিলো অভিযুক্ত। পুলিশের দাবি, এই শিবার গুলিতেই মৃত্যু হয়েছিল এনসিপি নেতা বাবা সিদ্দিকির।