Durgapur Rape Case | দুর্গাপুর ধর্ষণ কান্ডের মূল অভিযুক্ত গ্রেফতার, ধরিয়ে দিলেন নিজেরই বোন!
Tuesday, October 14 2025, 12:39 pm

অভিযুক্ত শফিক শেখের বোন রোজিনা শেখকে সোমবার দুর্গাপুরের আণ্ডাল ব্রিজের নীচে তাকে ধরিয়ে দিতে সহায়তা করেছিলেন।
দুর্গাপুরে ডাক্তারির দ্বিতীয় বর্ষের ছাত্রীর গণধর্ষণ কাণ্ড নিয়ে তোলপাড় বাংলা। ঘটনায় সব অভিযুক্তকে পুলিশ ধরেছে বলে গতকাল জানিয়েছিলেন কমিশনার। এবার জানা গিয়েছে, ঘটনায় মূল অভিযুক্তকে পুলিশে ধরিয়ে দিয়েছেন তারই বোন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শফিক শেখের বোন রোজিনা শেখকে সোমবার দুর্গাপুরের আণ্ডাল ব্রিজের নীচে তাকে ধরিয়ে দিতে সহায়তা করেছিলেন। এদিকে মঙ্গলবার অভিযুক্তদের নিয়ে অপরাধের ঘটনাস্থলে যায় পুলিশ। অপরাধ পুনর্গঠনের জন্য সেখানে যাওয়া হয়।