KKR | 'কলকাতা খেলবে কলকাতাতেই', এপ্রিলের ৬ তারিখে ইডেনেই খেলবে কেকেআর আর লখনউ সুপার জায়ান্টসরা

শেষ পর্যন্ত জটিলতা কেটেছে। নির্ধারিত সূচি মেনেই খেলা হবে কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ।
আগামী ৬ এপ্রিল রামনবমী। মহানগরীর বিভিন্ন প্রান্তে রামনবমী উপলক্ষে মিছিল বেরোবে। শহরের আনাচে কানাচে অশান্তির সম্ভাবনাও রয়েছে। তাই কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে ইডেনে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, জানিয়েছিল কলকাতা পুলিশ। পুলিশ-প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকের সঙ্গে এ নিয়ে কথাবার্তা বলেন কলকাতার মহারাজা সৌরভ গাঙ্গুলী। অবশেষে জট কাটলো। আগামী মাসের ৬ তারিখে নির্ধারিত ভেন্যুতে নির্ধারিত সময়েই খেলবে কেকেআর এবং লখনউ সুপার জায়ান্টস।