One Nation One Poll | 'এক দেশ, এক ভোট' - নিয়ে মত দেবেন আপনিও, চালু করা হচ্ছে নয়া ওয়েবসাইট
Wednesday, March 12 2025, 3:00 pm

এক দেশ, এক ভোট নিয়ে সংসদীয় যৌথ কমিটি খুব শীঘ্রই ওয়েবসাইট চালু করতে চলেছে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার এক দেশ, এক ভোট নিয়ে একটি ওয়েবসাইট চালু করার কথা ঘোষণা করলো সংসদীয় যৌথ কমিটি। এক দেশ, এক ভোট নিয়ে দেশের নাগরিকদের মতামত সংগ্রহের জন্যেই এই ওয়েবসাইট চালু করা হবে বলে জানিয়েছে কেন্দ্র। মঙ্গলবার কমিটির বৈঠকে রাজ্যসভার সাংসদ সদস্য তথা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সারা দেশে একসঙ্গে নির্বাচনের দাবি তুলেছেন। তিনি আরও বলেন, কোনও সরকার অনাস্থা প্রস্তাবে সংখ্যালঘু হয়ে গেলেও তাদের দিয়েই সরকার চালানো উচিত।
- Related topics -
- দেশ
- ভোট প্রচার
- ই-ভোটার কার্ড
- পুরভোট
- ভোটার কার্ড
- ভারত
- মোদী সরকার
- নরেন্দ্র মোদি
- এক দেশ এক ভোট
- ভারতীয় পার্লামেন্ট