দেশ

JNU | দশেরা সেলিব্রেশন ঘিরে উত্তপ্ত JNU ক্যাম্পাস, শোভাযাত্রা লক্ষ্য করে পাথর ছোড়ায় আহত বহু পড়ুয়া!

JNU | দশেরা সেলিব্রেশন ঘিরে উত্তপ্ত JNU ক্যাম্পাস, শোভাযাত্রা লক্ষ্য করে পাথর ছোড়ায় আহত বহু পড়ুয়া!
Key Highlights

এবিভিপির তরফে জানানো হয়েছে, বামপন্থী ছাত্র সংগঠনগুলিই পাথর ছুড়েছে দশেরার মিছিলে।

দশেরা সেলিব্রেশন ঘিরে উত্তপ্ত হয়ে উঠলো জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সূত্রের খবর, দশেরা উপলক্ষ্যে জেএনইউ প্রাক্তনী উমর খালিদ এবং শারজিল ইমামের আদলে রাবণের কুশপুতুল তৈরি করে সেই কুশপুতুল পোড়ানোর উদ্যোগ নিয়েছিল এবিভিপি। এরপরই বৃহস্পতিবার সন্ধে ৭টা নাগাদ সবরমতী টি পয়েন্টের কাছে আচমকাই দশেরার মিছিল ঘিরে পাথরবৃষ্টি শুরু হয়। বহু পড়ুয়া আহত হন। বিশ্ববিদ্যালয়ের এবিভিপি প্রেসিডেন্ট মায়াঙ্ক পাঞ্চালের জানান, বিশ্ববিদ্যালয়ের উৎসব এবং পড়ুয়াদের বিশ্বাসে আঘাত হানা হয়েছে। এ ঘটনা ন্যাক্কারজনক।