ISL Playoff | ঘোষিত হলো ISL প্লে অফ পর্বের সূচি! কবে খেলা হবে ফাইনাল-সেমিফাইনাল?মোহনবাগানের সঙ্গে সেরা ছয়ে রয়েছে কারা?
Saturday, March 15 2025, 8:09 am

লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগানের সঙ্গে সেরা ছয়ে রয়েছে FCগোয়া, বেঙ্গালুরু FC, নর্থইস্ট ইউনাইটেড FC, জামশেদপুর FCএবং মুম্বই সিটি FC।
ঘোষিত হলো ISL প্লেঅফ পর্বের সূচি। লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগানের সঙ্গে সেরা ছয়ে রয়েছে FCগোয়া, বেঙ্গালুরু FC, নর্থইস্ট ইউনাইটেড FC, জামশেদপুর FCএবং মুম্বই সিটি FC। নকআউট ১ খেলা হবে বেঙ্গালুরু মুম্বইয়ের মধ্যে ২৯ মার্চ। নকআউট ২ খেলা হবে নর্থইস্ট ও জামশেদপুরের মধ্যে মার্চ ৩০। সেমিফাইনাল ২রা এপ্রিল খেলা হবে গোয়া বনাম নকআউট ১ জয়ীর মধ্যে। ৩ এপ্রিল মোহনবাগান বনাম নকআউট ২ জয়ীর খেলা হবে। ৬ এপ্রিল গোয়া বনাম নকআউট ১ জয়ী এবং ৭ এপ্রিল, মোহনবাগান বনাম নকআউট ২ জয়ীর মধ্যে খেলা হবে। অবশেষে ফাইনাল ১২ই এপ্রিল হবে।