অর্থনৈতিক

Indian Economy | ২০২৫ সালে দুর্বল হবে ভারতের অর্থনীতি! কেবল ভারত নয় গোটা বিশ্বেরই এক পরিস্থিতি হওয়ার আশঙ্কা IMFর

Indian Economy | ২০২৫ সালে দুর্বল হবে ভারতের অর্থনীতি! কেবল ভারত নয় গোটা বিশ্বেরই এক পরিস্থিতি হওয়ার আশঙ্কা IMFর
Key Highlights

আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা IMF জানিয়েছে, চলতি বছরে একটু হলেও ধুঁকতে পারে ভারতের অর্থনীতি।

২০২৫ সালে দুর্বল হয়ে পড়বে ভারতের অর্থনীতি!  আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা IMF জানিয়েছে, চলতি বছরে একটু হলেও ধুঁকতে পারে ভারতের অর্থনীতি। এমনকি শুধু ভারত নয়, বিশ্বের একাধিক বড় দেশগুলিই একই সমস্যার সম্মুখীন হতে পারে। IMF এর দাবি, ‘বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চিনের অন্দরে উৎপাদন চাহিদা ঘিরে সমস্যা বেড়েই চলেছে। অন্যদিকে, ব্রাজিলে মূল্যবৃদ্ধি আরও বাড়তে পারে। অল্প আয়ের দেশগুলিতে চলতি বছরে আর্থিক টানাপোড়েন আরও বাড়তে পারে বলেই ধারণা। গোটা বিশ্বজুড়েই একটা অনিশ্চয়তার পরিস্থিতি।’