India vs Malaysia | আজ মুখোমুখি ভারত ও মালয়েশিয়া! কেন গুরুত্বপূর্ণ ফিফা ফ্রেন্ডলির এই ফুটবল ম্যাচ?

Monday, November 18 2024, 1:53 pm
India vs Malaysia | আজ মুখোমুখি ভারত ও মালয়েশিয়া! কেন গুরুত্বপূর্ণ ফিফা ফ্রেন্ডলির এই ফুটবল ম্যাচ?
highlightKey Highlights

ফিফা ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্টে হায়দরাবাদের গাচ্চিবাউলিতে ভারত বনাম মালয়েশিয়ার ম্যাচ হতে চলেছে।


আজ, ১৮ নভেম্বর সোমবার রাতে মালয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারত। ফিফা ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্টে হায়দরাবাদের গাচ্চিবাউলিতে ভারত বনাম মালয়েশিয়ার ম্যাচ হতে চলেছে। ফিফা র‍্যাঙ্কিংয়ে আপাতত ভারত ৮ ধাপ এগিয়ে থাকার সুবাদে থাকছে পট ওয়ানে। আর মালয়েশিয়া পট টুতে। উল্লেখ্য, এই ম্যাচ ডিসেম্বর এশিয়ান কাপের বাছাই পর্বের সূচি বিন্যাস। এছাড়াও কোচ মানোলোর হাত ধরে জয়ে ফেরা এই ম্যাচ। ভারত বনাম মালয়েশিয়ার ম্যাচ দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে সন্ধ্যে ৭.৩০টার সময়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File