Bangladesh vs India | কানপুরে ভারত বনাম বাংলাদেশ টেস্টে খেলা হল মাত্র ৩৫ ওভার, বাংলাদেশের ১০৭ রানে শেষ হল প্রথম দিন

Friday, September 27 2024, 1:10 pm
Bangladesh vs India | কানপুরে ভারত বনাম বাংলাদেশ টেস্টে খেলা হল মাত্র ৩৫ ওভার, বাংলাদেশের ১০৭ রানে শেষ হল প্রথম দিন
highlightKey Highlights

কানপুরের টেস্টের প্রথম দিন ভেস্তে দিলো বৃষ্টি। পিছিয়ে যায় টস।বারেবারে খেলাও থামাতে হয় বৃষ্টির জন্যই।


কানপুরের টেস্টের প্রথম দিন ভেস্তে দিলো বৃষ্টি। পিছিয়ে যায় টস। এরপর বারেবারে খেলাও থামাতে হয় বৃষ্টির জন্যই। প্রথম দিনে মাত্র ৩৫ ওভার খেলা হলো। বাংলাদেশের ১০৭ রানে শেষ হল প্রথম দিন। ভারত বনাম বাংলাদেশের টেস্ট ম্যাচের প্রথম দিনের শেষে কিছুটা চাপেই রইলো ভারত। প্রথমে বোলিং করতে গেলেও সেটাকে কাজে লাগাতে পারল না রোহিত ব্রিগেড। বাংলাদেশের হয়ে ওপেন করতে নামেন জ়াকিন হাসান ও শাদমান ইসলাম। শাদমান করেন ২৪ রান। নাজমুল হোসেন করেন ৩১ রান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File