Eid 2025 | অবশেষে ভারতের আকাশে দেখা গেল পবিত্র চাঁদ! ঈদের দিন ঘোষণা নাখোদা মসজিদের

Sunday, March 30 2025, 4:30 pm
highlightKey Highlights

সোমবার, ৩১ মার্চ এ দেশে পালিত হবে খুশির ইদ অর্থাৎ ইদ উল ফিতর।


শনিবার সন্ধ্যাতেই সৌদি আরবে দেখা গিয়েছিল পবিত্র চাঁদ। সেদেশে রবিবার খুশির ঈদ পালিত হয়েছে। আজ, রবিবার সন্ধ্যায় ভারতের আকাশে পবিত্র চাঁদ দেখা গিয়েছে। সেন্ট্রাল মুন সাইটিং কমিটির চেয়ারম্যান মৌলানা খালিদ রশিদ ফিরঙ্গি মহালি চাঁদ দেখার খবর নিশ্চিত করেছে। তারপরই কলকাতার নাখোদা মসজিদ জানিয়েছে সোমবার, ৩১ মার্চ এদেশে খুশির ইদ অর্থাৎ ইদ উল ফিতর পালিত হবে। ‘ইদ’ এর অর্থ ‘উৎসব’ এবং ‘ফিতর’ এর অর্থ ‘উপোস ভাঙা’। এদিন মাসের শেষ রোজা ভাঙবেন মুসলিমরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File