Kanwar Yatra | 'খাবারের দোকানে মালিকদের নেমপ্লেট দেওয়ায় বাধ্য করা যাবে না'-কানোয়ার যাত্রা নিয়ে রায় শীর্ষ আদালতের

Friday, July 26 2024, 10:06 am
Kanwar Yatra | 'খাবারের দোকানে মালিকদের নেমপ্লেট দেওয়ায় বাধ্য করা যাবে না'-কানোয়ার যাত্রা নিয়ে রায় শীর্ষ আদালতের
highlightKey Highlights

আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয়, কানোয়ার যাত্রাপথে পড়া খাবারের দোকান, রেস্তরাঁ, ধাবায় মালিকদের নাম লিখতে বাধ্য করা যাবে না।


চলতি মাসে শুরু হতে চলেছে কানোয়ার যাত্রা। তার আগে উত্তরপ্রদেশ সরকার নির্দেশ দিয়েছে,কানোয়ার যাত্রার প্রতিটি রুটে যত খাবারের দোকান রয়েছে, তার সবকটিতেই ব্যানার দিয়ে লিখতে হবে দোকান মালিকের নাম। যার মূল উদ্দেশ্য,পুণ্যার্থীরা যাতে আলাদাভাবে চিনতে পারেন হিন্দু ও মুসলিম দোকানগুলিকে। তবে শুক্রবার এই সংক্রান্ত মামলায় শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয়, কানোয়ার যাত্রাপথে পড়া খাবারের দোকান, রেস্তরাঁ, ধাবায় মালিকদের নাম লিখতে বাধ্য করা যাবে না। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File