Mount Everest | দ্রুত গতিতে বাড়ছে মাউন্ট এভারেস্টের উচ্চতা! প্রতি বছর প্রায় ১০ শতাংশ

Thursday, October 3 2024, 4:51 am
highlightKey Highlights

স্থানীয় নদীর গতিপথ পরিবর্তন এভারেস্টের বৃদ্ধিতে সহায়ক হয়েছে। মাটির নীচের অংশ বৃদ্ধি পেয়েছে।


উচ্চতা আরও বাড়ছে মাউন্ট এভারেস্টের। বিজ্ঞানীরা জানাচ্ছেন, ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান টেকটনিক প্লেটের ক্রমাগত ঘর্ষণের ফলে গত ৫ কোটি বছর ধরে হিমালয় পর্বতমালা বৃদ্ধি পেয়েছে। তবে বর্তমানে আরও দ্রুত গতিতে বাড়ছে এভারেস্টের উচ্চতা। বেজিংয়ে চায়না ইউনিভার্সিটি অফ জিওসায়েন্সেসের বিজ্ঞানী জানিয়েছেন, স্থানীয় নদীর গতিপথ পরিবর্তন এভারেস্টের বৃদ্ধিতে সহায়ক হয়েছে। দু'টি নদী মিলিত হওয়ায় ভূমিক্ষয় বেড়েছে। প্রচুর পরিমাণ মাটি এবং পাথর সরেছে। এর ফলে মাটির নীচের অংশ বৃদ্ধি পেয়েছে। প্রতি বছর ১০ শতাংশ করে বেড়েছে এভারেস্টের উচ্চতা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File