Health Ministry | শিঙাড়া-জিলিপির উপর লেখা থাকবে ‘স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’! ওবেসিটি রুখতে কড়া স্বাস্থ্য মন্ত্রক
Monday, July 14 2025, 4:23 pm

এ বার ভারতীয়দের পছন্দের স্ন্যাকসে ‘বিধিবদ্ধ সতর্কীকরণ’ জারি করতে চলেছে স্বাস্থ্য মন্ত্রক।
গত তিন দশকে দেশে ওবেসিটিতে আক্রান্তের সংখ্যা প্রায় তিনগুণ বেড়েছে। এর পেছনে রয়েছে ভারতীয়দের পছন্দের স্ন্যাকস চপ, শিঙাড়া, জিলিপি নিয়মিত খাওয়া এবং শরীরচর্চা না করা। তাই এবার AIIMS নাগপুর সহ দেশের সব কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ‘অয়েল অ্যান্ড সুগার বোর্ড’ পোস্টার লাগানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। পোস্টারে লেখা থাকবে, ‘ভেবেচিন্তে খান। আপনার ভবিষ্যত আপনাকে ধন্যবাদ জানাবে।’ তামাকজাত দ্রব্যের মতো শিঙাড়া, ইনস্ট্যান্ড নুডলস, কোল্ড ড্রিঙ্কসের প্যাকেটের ওপর ‘স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ লেবেল থাকবে।