সৌরজগৎ

আজই শনি বৃহস্পতির ‘মহা সংযোগ’ ! ৩৯৭ বছর পরে ঘটতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা

আজই শনি বৃহস্পতির ‘মহা সংযোগ’ ! ৩৯৭ বছর পরে ঘটতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা
Key Highlights

আজ ২১ শে ডিসেম্বর, ২০২০। ৩৯৭ বছর পরে গোটা বিশ্ববাসী এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে। আজ সন্ধ্যে ৫.২০ থেকে ৬.২০ সময় পর্যন্ত দেখা যাবে। উল্লেখ্য, শনি ও বৃহস্পতি দু’টি গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি অত্যন্ত বেশি হওয়ায় গ্রহাণু হামলার হাত থেকে পৃথিবীকে তারাই ছাতার মতো রক্ষা করে। আজ শনি ও বৃহস্পতির মধ্যে দূরত্ব থাকবে ৭৬ কোটি কিলোমিটার। বিড়লা প্ল্যানেটোরিয়ামের ডিরেক্টর দেবীপ্রসাদ দুয়ারী জানিয়েছেন, 'আজ ৪.৫৭ মিনিটে সূর্যাস্ত হওয়ায় পর দক্ষিণ-পশ্চিম দিগন্ত রেখার উপরে দেখা যাবে এই মহাজাগতিক মিলন। টেলিস্কোপ ব্যবহার করলেই দেখা যাবে, বেশি উজ্জ্বল বৃহস্পতি ও একটু কম উজ্জ্বল শনিগ্রহকে।'