আজই শনি বৃহস্পতির ‘মহা সংযোগ’ ! ৩৯৭ বছর পরে ঘটতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা

Monday, December 21 2020, 7:42 am
highlightKey Highlights

আজ ২১ শে ডিসেম্বর, ২০২০। ৩৯৭ বছর পরে গোটা বিশ্ববাসী এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে। আজ সন্ধ্যে ৫.২০ থেকে ৬.২০ সময় পর্যন্ত দেখা যাবে। উল্লেখ্য, শনি ও বৃহস্পতি দু’টি গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি অত্যন্ত বেশি হওয়ায় গ্রহাণু হামলার হাত থেকে পৃথিবীকে তারাই ছাতার মতো রক্ষা করে। আজ শনি ও বৃহস্পতির মধ্যে দূরত্ব থাকবে ৭৬ কোটি কিলোমিটার। বিড়লা প্ল্যানেটোরিয়ামের ডিরেক্টর দেবীপ্রসাদ দুয়ারী জানিয়েছেন, 'আজ ৪.৫৭ মিনিটে সূর্যাস্ত হওয়ায় পর দক্ষিণ-পশ্চিম দিগন্ত রেখার উপরে দেখা যাবে এই মহাজাগতিক মিলন। টেলিস্কোপ ব্যবহার করলেই দেখা যাবে, বেশি উজ্জ্বল বৃহস্পতি ও একটু কম উজ্জ্বল শনিগ্রহকে।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File