Waste management | জাতীয় পরিবেশ আদালতের হুঁশিয়ারি, বর্জ্য ব্যবস্থাপনায় তড়িঘড়ি ব্যবস্থা নিলো রাজ্য

Thursday, March 27 2025, 1:55 pm
highlightKey Highlights

বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রতিটি পুরসভা এলাকার কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সবমিলিয়ে রাজ্যজুড়ে ৬৮টি ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে তোলা হবে।


কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে জাতীয় পরিবেশ আদালতের হুঁশিয়ারি পেতেই নড়েচড়ে বসেছে রাজ্য। রাজ্য জানিয়েছে, রাজ্যজুড়ে প্রতিটি পুরসভায় ক্লাস্টার এবং এককভাবে মোট ৬৮টি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে তোলা হবে। ইতিমধ্যেই এই প্রকল্পে সব মিলিয়ে প্রায় ৬১ একর জমি হস্তান্তর সম্পন্ন হয়েছে। ৬৮টি কেন্দ্রের মধ্যে ৫টি ইউনিট চালু হয়ে গিয়েছে। এই ইউনিটগুলিতে উত্তর ও দক্ষিণ বঙ্গের ১৭টি পুরসভার বর্জ্য ব্যবস্থাপনা করা হচ্ছে। আগামী বছর মার্চের মধ্যে সবকটি ইউনিট চালু হয়ে যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File