Asia Cup | এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছেছে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা-বাংলাদেশ, ভারতের খেলা কবে?

গ্রুপ এ থেকে ভারত ও পাকিস্তান এবং গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ জায়গা করে নিয়েছে সুপার ফোরে।
এশিয়া কাপে গ্রুপ এ থেকে ভারত ও পাকিস্তান এবং গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ জায়গা করে নিয়েছে সুপার ফোরে। শনিবার থেকেই সুপার ফোরের যুদ্ধে নামবে দলগুলি। আগামী রবিবার সেরা দুই দল খেলবে ফাইনাল। সুপার ফোরের সূচি: ২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, ২১ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান, ২৩ সেপ্টেম্বর পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, ২৪ সেপ্টেম্বর ভারত বনাম বাংলাদেশ, ২৫ সেপ্টেম্বর পাকিস্তান বনাম বাংলাদেশ, ২৬ সেপ্টেম্বর ভারত বনাম শ্রীলঙ্কা। রাউন্ড রবিন ফরম্যাটে খেলবে চার দল অর্থাৎ যে দুই দলের পয়েন্ট বেশি হবে তাঁরাই যাবে ফাইনালে।