বিনোদন

Jailer 2 । "রজনী এখনো বাকি!" ‘জেলার ২’এর ট্রেলারে কামাল সত্তোরোর্ধ রজনীকান্তের

Jailer 2 । "রজনী এখনো বাকি!"  ‘জেলার ২’এর ট্রেলারে কামাল সত্তোরোর্ধ রজনীকান্তের
Key Highlights

মেগাস্টার রজনীকান্তের ‘জেলার’ বক্স অফিসে ঝড় তুলেছিল। সেই সময় থেকেই জল্পনা শুরু হয়েছিল, কবে আসবে ছবির সিকুয়েল? অবশেষে মুক্তি পেল ‘জেলার ২’র চার মিনিটের টিজার।

বয়স ৭এর কোঠায় পৌঁছলেও রজনীকান্ত ম্যাজিক এখনও অব্যাহত। মুক্তি পেলো ‘জেলার ২’র টিজার। এই ৪ মিনিটের টিজারে পিঠে কুড়ুল গেঁথে গিয়ে মৃত্যুর পর রক্তার্ত সাদা জামা পরে হাতে বন্দুক ও তরোয়াল হাতে পর্দায় ফিরে দর্শকদের মন ফের জিতে নিলেন মেগাস্টার রজনীকান্ত। ছবিটি ঘিরে প্রত্যাশার পারদ তুঙ্গে। প্রসঙ্গত, নেলসনের পরিচালনায় ব্ল্যাক কমেডি তথা অ্যাকশন ফিল্ম রজনীকান্তের ‘জেলার’ বক্স অফিসে ঝড় তুলেছিল। তারই সিক্যুয়েল এটি। ছবি মুক্তি পাবে ২০২৬এ, চলছে প্রি প্রোডাক্শন।