Ahmedabad plane crash | "এক টাকাও ক্ষতিপূরণ দেওয়া হবে না।" এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে নিহতদের পরিবারকে হুমকির অভিযোগ!

অভিযোগ, এয়ার ইন্ডিয়া সংস্থা নিহতদের পরিবারকে কার্যত শাসাচ্ছে। তাদের বলা হচ্ছে, এয়ারলাইন্সের দেওয়া প্রশ্নপত্রে একটাও ভুল হলে, এক টাকাও ক্ষতিপূরণ পাবেন না তারা।
বিমান দুর্ঘটনায় নিহতদের ক্ষতিপূরণ দিতে নারাজ, দেওয়া হচ্ছে হুমকিও! এমনই অভিযোগ এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে। ক্লেম সেটলের দ্বায়িত্ব থাকা স্টেওয়ার্ড ল ফার্মের দাবি, একটি ফর্ম দেওয়া হচ্ছে নিহতদের পরিবারকে। কিন্তু কীভাবে সেই ফর্ম পূরণ করতে হবে সেই বিষয়ে নিহতদের পরিবারকে কিছুই জানানো হচ্ছে না। বরং হুমকি দেওয়া হচ্ছে ফর্মে একটাও ভুল হলে, এক টাকাও ক্ষতিপূরণ পাবেন না তারা। কমপক্ষে ৪০ জন নিহতের পরিবারকে এয়ারলাইন্স জোর করে বিভিন্ন কাগজে সই করিয়ে নিয়েছে বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে এয়ার ইন্ডিয়া।