Life Certificate | লাইফ সার্টিফিকেট জমা হয়নি ৭ লক্ষ ৪৪ হাজারের! এবার বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবেন EPFO’র কর্মীরা!

Wednesday, June 26 2024, 2:48 pm
Life Certificate | লাইফ সার্টিফিকেট জমা হয়নি ৭ লক্ষ ৪৪ হাজারের! এবার বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবেন EPFO’র কর্মীরা!
highlightKey Highlights

পশ্চিমবঙ্গে গত এক বছরে লাইফ সার্টিফিকেট জমা হয়নি, এমন প্রবীণের সংখ্যা ৭ লক্ষ ৪৪ হাজার।


পশ্চিমবঙ্গে গত এক বছরে লাইফ সার্টিফিকেট জমা হয়নি, এমন প্রবীণের সংখ্যা ৭ লক্ষ ৪৪ হাজার। টানা তিন বছর হয়ে গেলেও জীবন শংসাপত্র জমা হয়নি, এমন পেনশন গ্রাহকের সংখ্যা দেশে ৪ লক্ষ ৪৫ হাজার ২৮৮। এই বিপুল সংখ্যক মানুষ পেনশন পাচ্ছেন না। আর এই কারণেই এবার পেনশনভোগীদের বাড়ি বাড়ি যাবেন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও’র কর্মীরা। সেখানে গিয়ে যদি দেখেন পেনশনভোগী জীবিত, তাহলে সেখানেই তাঁদের লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হবে। ইতিমধ্যেই গোটা ব্যবস্থাটি পরিচালনা করতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে দফতর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File