শহর কলকাতা

Election Commission | শুক্রে সর্বদল বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন, হবে বুথ নিয়ে আলোচনা

Election Commission | শুক্রে সর্বদল বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন, হবে বুথ নিয়ে আলোচনা
Key Highlights

সূত্রের খবর, কোথায় কত বুথ হতে পারে, হাইরাইজ বুথগুলিই বা চলবে কীভাবে? তার রূপরেখা তৈরি করতেই এদিনের সর্বদল বৈঠক ডেকেছে কমিশন।

শুক্রবার বেলা তিনটে নাগাদ মুখ্যনির্বাচনী আধিকারিকের দফতরে যে বৈঠক হচ্ছে, সেই দফতরেই সর্বদল বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, এই বৈঠকে কোথায় কত বুথ হতে পারে, হাইরাইজ বুথগুলিই বা চলবে কীভাবে? তার রূপরেখা তৈরি করা হবে বলে খবর। রাজ্যে বর্তমানে ৮০ হাজার ৬৮১টি বুথ রয়েছে। কমিশন সিদ্ধান্ত নিয়েছে, এই রাজ্যে ১৩ হাজার ৮১৬টি বুথ বাড়ছে। এই সিদ্ধান্তে অন্য রাজনৈতিক দলের কোনও মতামত রয়েছে কি না তা জানতে চাইতে পারে কমিশন। উল্লেখ্য, কমিশন এবার হাইরাইজ বুথ অর্থাৎ বহুতলে বুথ তৈরির কথা ভেবেছে।