DVC | বিপদসীমা থেকে বেশ অনেকটা নীচে জল, অভিযোগ, তবু জল ছাড়ছে ডিভিসি! সৃষ্টি বন্যা পরিস্থিতি

বিপদসীমা থেকে বেশ অনেকটা নীচে জল থাকা সত্ত্বেও সম্প্রতি মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে বিপুল পরিমাণে জল ছেড়েছে ডিভিসি (দামোদর ভ্যালি কর্পোরেশন)।
মাইথন ও পাঞ্চেত থেকে প্রায় ২৭ হাজার লক্ষ কিউসেক মিটার জল ছেড়েছে ডিভিসি। রাজ্যের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই অভিযোগ উঠেছে জলস্তর বিপদসীমার নিচে থাকা সত্বেও হু হু কে জল ছাড়ছে ডিভিসি। অভিযোগ মেনে নিয়ে ডিভিআরআরসির সদস্য সচিব সঞ্জীব কুমার জানিয়েছেন, ‘বর্ষার সময়ে ৪৬৬ ও ৪০৩ ফুটেই যদি মাইথন, পাঞ্চেত এত পরিমাণ জল ছাড়ে, তা হলে তাতে ক্ষতিই হলো। কারণ, সারা বছর ডিভিসির জল দিয়ে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের পানীয় জল, শিল্প কারখানার জল এবং বোরো ধান চাষের জলে চাহিদা মেটে।’
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ডিভিসি