পথদুর্ঘটনা

Kolkata Road Accident । শহরে ফের দুর্ঘটনার কবলে পুলকার, ট্রলারের সাথে সংঘর্ষে জখম চালক ও স্কুল পড়ুয়া

Kolkata Road Accident । শহরে ফের দুর্ঘটনার কবলে পুলকার, ট্রলারের সাথে সংঘর্ষে জখম চালক ও  স্কুল পড়ুয়া
Key Highlights

বাইপাস রোডে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পুলকার ও ট্রলারের সংঘর্ষে জখম হয়েছে চালক ও এক স্কুল পড়ুয়া ।

ফের মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো বাইপাস রোডে। জানা গিয়েছে,আজ ২ জন পড়ুয়া এবং ১ জন মহিলা নিয়ে একটি পুলকার বাইপাস থেকে ধাপার দিকে যাচ্ছিল। হঠাৎই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে একটি ট্রলারে ধাক্কা মেরে পাশের ফাঁকা জমিতে ঢুকে যায় গাড়িটি। জোরে ধাক্কা লাগায় দুমড়ে মুচড়ে যায় গাড়ির বাঁদিকের অংশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতিবেগ বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়েছিল গাড়িটি। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে পুলকার চালক ও ১ স্কুল পড়ুয়া। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।