India-Africa | ভারত ও আফ্রিকার দূরত্ব কমবে প্রায় ৬০০ কিলোমিটার, চেগোস দ্বীপপুঞ্জের দখল মরিশাসকে দিতে চলেছে ব্রিটেন

Saturday, October 5 2024, 7:46 am
highlightKey Highlights

ভারত মহাসাগরের মাঝখানে অবস্থিত চেগোস দ্বীপপুঞ্জের দখল মরিশাসকে দিতে চলেছে ব্রিটেন।


ভারতের সঙ্গে ক্রমশ দূরত্ব কমবে আফ্রিকার। ভারত মহাসাগরের মাঝখানে অবস্থিত চেগোস দ্বীপপুঞ্জের দখল মরিশাসকে দিতে চলেছে ব্রিটেন। আন্তর্জাতিক আদালতও জানিয়েছে, বিষুবরেখার ঠিক দক্ষিণে অবস্থিত ওই দ্বীপপুঞ্জ দখল করে রাখার কোনও অধিকার নেই ব্রিটেনের। এরপরই দ্বীপপুঞ্জের দখল ছাড়ার কথা ঘোষণা করতে কার্যত বাধ্য হয় সাহেবরা। ফলে ব্রিটেন চেগোস দ্বীপপুঞ্জ মরিশাসের হাতে তুলে দিলে প্রায় ৬০০ কিলোমিটার কমে যাবে ভারতের সঙ্গে আফ্রিকার দূরত্ব।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File