Murshidabad | ছন্দে ফিরছে নবাবের শহর, নৌকায় ভাগীরথী উজিয়ে বাড়ি ফিরছেন ঘরছাড়ারা

Sunday, April 20 2025, 5:04 pm
highlightKey Highlights

বিধ্বস্ত মুর্শিদাবাদ ছেড়ে নৌকোয় পালাতে হয়েছিল। রবিবার সেই নৌকোতেই ঘরে ফিরলেন ঘরছাড়ারা।


সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জ, ধুলিয়ানের বিস্তীর্ণ এলাকা। রণক্ষেত্রর চেহারা নেয় রাস্তাঘাট, অগ্নিসংযোগ করা হয় বাড়িতে, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করেছিলেন স্থানীয় বাসিন্দারা। ধীরে ধীরে ঘরে ফিরছেন ঘরছাড়ারা। শনিবার সকালেও শতাধিক ঘরছাড়া পরিবার ঘরে ফেরেন। এদিন প্রশাসনের তরফে পাঠানো নৌকাতে ভাগীরথী পেরিয়ে ধুলিয়ান পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাঞ্চনতলা সদরঘাটে এসে নামেন বাসিন্দারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File