Chhattisgarh Train Accident | ছত্তিশগড়ের ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! আহত অন্তত ২০

Wednesday, November 5 2025, 6:20 am
highlightKey Highlights

ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১১। আহত অন্তত ২০।


মঙ্গলবার ছত্তীসগঢ়ের বিলাসপুরে জয়রামনগর স্টেশনের কাছে মালগাড়ি ও প্যাসেঞ্জার ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়! দুর্ঘটনার অভিঘাত এতটাই ছিল যে প্যাসেঞ্জার ট্রেনের প্রথম কামরা উঠে যায় মালগাড়ির উপর। এ ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সূত্রের খবর, মঙ্গলবার বিকেল থেকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১১। আহত অন্তত ২০। দুর্ঘটনার পর থেকেই ওই লাইনের বহু ট্রেন বাতিল করা হয়েছে। দেরিতে চলছে বহু ট্রেন। রেলের তরফে নিহতদের নিকটাত্মীয়দের ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য ৫ লক্ষ টাকা এবং সামান্য আহত যাত্রীদের জন্য ১ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File