আন্তর্জাতিক

Tibet Earthquake । ক্রমাগত বাড়ছে ভূমিকম্পে মৃতের সংখ্যা, তিব্বতে মৃত্যুমিছিলে শামিল ১২৬ জন

Tibet Earthquake । ক্রমাগত বাড়ছে ভূমিকম্পে মৃতের সংখ্যা, তিব্বতে মৃত্যুমিছিলে শামিল ১২৬ জন
Key Highlights

তিব্বতের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৬। আহতদের সংখ্যা ২০০ ছুঁইছুঁই। সেই ঘটনায় শোকপ্রকাশ করল ভারত।

তিব্বতে ভূমিকম্প বিপজ্জনক শ্রেণির আওতায় পড়ে। রিখটারে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। ফলে ক্রমাগত বাড়ছে ভূমিকম্পে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত কমপক্ষে ১২৬ জনের মৃত্যু হয়েছে। আহতদের সংখ্যা ২০০ ছুঁইছুঁই। বাড়তে পারে মৃতের সংখ্যা। ৩,৪০০র বেশি উদ্ধারকারী এখনো কাজ করছে ঘটনাস্থলে। রয়েছেন ৩৪০ জন স্বাস্থ্যকর্মীও। এই ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় শোকপ্রকাশ করেছেন দলাই লামা। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তাঁর শোকপ্রকাশ বার্তা তিব্বতে পাঠান। তবে তাতে চীনের নাম একবারও করা হয়নি।